Skip to main content

Posts

Showing posts from April, 2020

বাঙালীস্তান (Bangalistan) / বাঙালিস্তান

বাঙালীস্তান আন্দোলনের একটি মুহূর্ত  বাঙালীস্তান হল  আমরা বাঙালী  কর্ত্তৃক প্রস্তাবিত ভারতবর্ষে বাঙালীদের জন্যে একটি পৃথক বাসভূমি (রাজ্য) এবং শোষণমুক্ত স্বয়ংসম্পূর্ণ সামাজিক-অর্থনৈতিক অঞ্চল । এটি বাঙালীস্তান আন্দোলনের জনক  মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকারের সামাজিক-অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শন  "প্রগতিশীল ব্যবহারিক তত্ত্ব" (Progressive Utilization Theory)-এর উপর আধারিত একটি সমাজ আন্দোলন। বাঙালী তথা প্রাউটিষ্টরা ভারতীয় সংবিধানের পার্ট ওয়ানের ৩(এ) নং ধারা অনুযায়ী বাঙালীস্তান গঠনের দাবী রাখেন। তাঁরা বাঙালীস্তানে বসবাসকারী সকল বাসিন্দার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা – এই পাঁচটি ন্যূনতম প্রয়োজন পূর্তির মাধ্যমে এক মানবসমাজ গঠনের পক্ষপাতী। অতীতে বহুবার বঙ্গভূমি তথা বাঙালীস্তান বিভক্ত হয়েছে। ভারতে সংগঠিত হওয়া মান্দাই গণহত্যাকান্ড, নেলি গণহত্যা, হোজাই গণহত্যাকান্ড ইত্যাদি বাঙালীদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের উদাহরণ। অত্যাচার ও শোষণের হাত থেকে রক্ষা পেতে সমগ্র পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা এবং অসম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কি